মহিপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ ১৮:১৭

মহিপুর থানা প্রতিনিধি (পটুয়াখালী) ::
পটুয়াখালীর মহিপুরের ধুলাসার ইউনিয়নের কাউয়ারচরে (১৪) বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পঞ্চাশোর্ধ মতিউর রহমান ওরফে মতি হাওলাদারকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার (২৯ এপ্রিল) মতিউরকে লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে যানাযায়, বুধবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরী ঘরের বাইরে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা কাউয়ার গ্রামের মতি হাওলাদার কিশোরীর মুখ চেপে পার্শ্ববর্তী ঝাউবাগানে নিয়ে তাকে ধর্ষণ করে।
এসময় ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে বনের মধ্যে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে মতি পালিয়ে যায়।
রাতে কিশোরীকে ঘরে দেখতে না পেয়ে তার বাবা-মাসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর ঝাউবনে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঐ কিশোরীর পিতা বাদী হয়ে মতিউর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, ধর্ষণ মামলার প্রেক্ষিতে একমাত্র অভিযুক্ত মতিউরকে ফাঁসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
এমএসি/আরএইচ